Mission Vision 

  • লাইব্রেরীর সদস্য ও জনসাধারণের মধ্যে কার্যকরী জ্ঞান পরিব্যপ্ত করা এবং তাঁদেরকে পাঠাগারমনা করে তোলা।
  • লাইব্রেরীর সদস্য ও জনসাধারণের ব্যবহারের জন্য পাঠাগার ও পাঠকক্ষ রক্ষণ ।
  • বিজ্ঞান, সাহিত্য ও ললিতকলার প্রসারণ।
  • লাইব্রেরীর সমৃদ্ধিকল্পে গবেষণা পরিচালন, পুস্তক-পুস্তিকা ও চিত্রের মুদ্রণ, বৃত্তি প্রদান করে গবেষণাকার্যকে উৎসাহিত করা , বিতর্কসভা, আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিযাম সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানদি এবং এই শ্রেণীর অন্যান্য অনুষ্ঠানের ব্যবস্থা করা।
  • লাইব্রেরীর কোনো সদস্য যাতে গ্রন্থ, সংবাদপত্র, সাময়িকপত্র, ছবির সাহায্যে বিশ্ব সম্পর্কে তথ্য ও জ্ঞান আহরণ করতে পারে, তার সুযোগ করে দেয়া।
  • শিশুদের কল্যাণার্থে একটি সচিত্র এবং শিশুবিভাগ খোলা।
  • সদস্য ও সাধারণদেরকে শিক্ষিত করে তোলা এবং তাহাদের মনে দেশ সেবার অভিপ্রায় সৃষ্টি করে তাদের সামাজিক মর্যাদায় উন্নতিকরণ।
  • সাম্প্রদায়িকতা ও আঞ্চলিকতা এবং কোনো রাজনৈতিক দলের প্রচারকেন্দ্র হিসাবে লাইব্রেরীকে কখনোই যাতে ব্যবহার করা না হয় তা নিশ্চিতকরণ।