Notices Details 

 

অআন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন


এ জি পি এল ০৪/২০২২ (৫০) তাং ১১/০২/২০২২ ইং
বরাবর,
অধ্যক্ষ/ প্রধান শিক্ষক/ পরিচালক/ সম্পাদক/ অফিসার,
......................................................................
......................................................................
পাবনা।

বিষয়ঃ- আন্তর্জাাতিক মাতৃভাষা ও শহীদ দিবস’ ২০২২ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ প্রসঙ্গে।

জনাব,
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস’২০২২ উদযাপন উপলক্ষে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী প্রতি বছরের ন্যায় এবারেও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বাংলা বর্ণ লিখন, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, ও রচনা প্রতিযোগিতা। এ সকল প্রতিযোগিতায় আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের নিমিত্তে নামের তালিকা আগামী ১৮ ফেব্রুয়ারি’২০২২ শুক্রবার রাত ৮-০০টার মধ্যে (অথবা প্রতিযোগিতার দিনে প্রতিযোগিতা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে) নিম্নে স্বাক্ষরকারীর অফিসে জমা দেওয়ার জন্যে অনুরোধ করছি।
১৯ ফেব্রæয়ারি, ২০২২ শনিবার, সকল প্রতিযোগিতা লাইব্রেরীর নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে।

সুন্দর বাংলা বর্ণ লিখন : সময় ঃ বিকেল ৩-০০ টা
ক বিভাগ: শিশু শ্রেণি থেকে প্রথম শ্রেণি - বিষয়: স্বরবর্ণ
খ বিভাগ: দ্বিতীয় শ্রেণি ও তৃতীয় শ্রেণি - বিষয়: ব্যঞ্জনবর্ণ
চিত্রাংকন প্রতিযোগিতা : সময় : বিকেল ৩-৩০ মিনিট
তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি - বিষয় : “একুশের শহীদের রক্ত ”

কবিতা আবৃত্তি প্রতিযোগিতা : সময় : বিকেল ৪-৩০ মিনিট
তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি : বিষয় - শামসুর রাহমানের “ আসাদের শার্ট ”

রচনা প্রতিযোগিতাঃ সময়: বিকেল ৩-৩০ মিনিট
ক বিভাগ : ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি - বিষয় : “ ভাষা আন্দোলনে শহীদদের কথা ”
খ বিভাগ : নবম শ্রেণি Ñদ্বাদশ শ্রেণি - বিষয় : “ ১৯৫২ এর ভাষা আন্দোলনে বাঙালী জাতির জন্যে ছিল অনিবার্য ” (সময়: ৪৫ মিনিট)

ধন্যবাদসহ-


আব্দুল মতীন খান
মহাসচিব
অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রের