Photocopy Service

অনেক সময় ব্যবহারকারীদের একটি গ্রন্থর কিছু গুরুত্বপূর্ণ অংশের দ্রুত প্রয়োজন হতে পারে, যা তাৎক্ষণিকভাবে লাইব্রেরী থেকে ইস্যু করা সম্ভব হয় না। সেক্ষেত্রে ঐ বইয়ের প্রয়োজনীয় অংশটুকু পাঠক ফটোকপি করে নিতে পারেন। তবে বইটি যদি পুরাতন হয় এবং ফটোকপি করার ক্ষেত্রে বইয়ের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে -সেক্ষেত্রে ব্যবহারকারীকে নিজ হাতে লিখে নেয়ার পরামর্শ দেয়া হয়। এক্ষেত্রে লাইব্রেরীতে নিজস্ব কোন ফটোকপি মেশিন না থাকায় লাইব্রেরীর নিজস্ব কর্মচারী দ্বারা বাইরে থেকে ফটোকপি করে সরবরাহ করা হয়্। তেমনি ভাবে পুরাতন পত্রিকার প্রয়োজনীয় অংশও ফটোকপি করে প্রদান করা হয়।