Reading Room Service

লাইব্রেরীতে সর্বমোট ৩টি পাঠ কক্ষ রয়েছে। এখানে সকল শ্রেণীর বয়স ও পেশার পাঠক তাঁদের ইচ্ছানুয়ায়ী বই, পুস্তক, পত্র-পত্রিকা / ম্যাগাজিন পড়তে পারেন। তবে দ্বিতল ভবনে মূল লাইব্রেরী। এখানে সব শ্রেণির পাঠক, গবেষক তাঁদের ইচ্ছানুযায়ী বই সংগ্রহ করে পাঠ করতে পারেন। সেই সাথে এই তলাতেই শিশুদের পড়ার জন্য আলাদা পাঠকক্ষ রয়েছে এবং তাদের বইয়ের শেলফও আলাদা করে রাখা হয়েছে। ভবনের তিনতলাতে একমাত্র পত্রিকা পাঠকদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে বসে পাঠ কক্ষ সবার জন্য উন্মুক্ত পদ্ধতিতে বই,ম্যাগাজিন ও পত্রপত্রিকা বিন্যাস রয়েছে, যাতে করে পাঠক তাদের চাহিদানুয়ায়ী নিয়ে পড়তে পারেন ৪টি বিভাগে মোট আসন সংখ্যা ১৭০ টি।